PV = nRT সমীকরণটি কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন?

PV = nRT এই সূত্রটি হলো বয়েল, চার্লস ও অ্যাভোগেড্রোর সমন্বিত সূত্র। এই তিনটি সূত্রই শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে, কঠিন বস্তুর আকার বা আয়তন, চাপ কিংবা তাপমাত্রায় খুব বেশি পরিবর্তিত হয় না। আর পরিবর্তিত হলেও তা বয়েল বা চার্লসের সূত্র মেনে চলে না। এ কারণেই সমন্বিত সূত্রটি কঠিন বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

error: Content is protected !!