সেমিনাল ভেসিকল কাকে বলে?

মূত্রথলির নিম্নপ্রাপ্ত ও মলাশয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত এক জোড়া ক্ষুদ্র থলিকে সেমিনাল ভেসিকল বলে। একটি ক্ষুদ্র নালির মাধ্যমে এটি শুক্রানালির সাথে যুক্ত থাকে। শুক্রাণুকে ধারণ করার জন্য সেমিনাল রস (সিমেন) নামক এক ধরনের পিচ্ছিল পদার্থ তৈরি করে এবং শুক্রাণুর শক্তি উৎস হিসাবে ফ্রুক্টোজ সমৃদ্ধ পদার্থ সৃষ্টি করে।

error: Content is protected !!