ঠেস মূল কাকে বলে?

ঠেস মূল কাকে বলে? কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার ফলে সোজাভাবে দাঁড়াতে পারে না। তাই কাণ্ডের গোড়ার দিক থেকে কতগুলি অস্থানিক মূল বের হয়ে তির্যকভাবে প্রবেশ করে। এগুলোকে ঠেস মূল বলে।

ঠেস মূলের উদাহরণ

ম্যানগ্রোভ গাছের ঠেস মূল খুবই সাধারণ। এই ধরনের গাছগুলি সমুদ্রের তটবর্তী এলাকায় পাওয়া যায় এবং ঠেস মূল তাদের নোনা পানির প্রতিকূল পরিবেশে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এছাড়াও বট গাছ ও পাকুড় গাছে ঠেস মূল দেখা যায়।

ঠেস মূল, বট গাছ
error: Content is protected !!