- ঘনবস্তু কাকে বলে?
- চতুর্ভুজ কাকে বলে?
- ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য | ট্রাপিজিয়ামের প্রকারভেদ
সামান্তরিকের সংজ্ঞা
যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে।
সামান্তরিক হলো সাধারণ চতুর্ভূজের একটি বিশেষ রূপ।

সামান্তরিকের ক্ষেত্রফল
সামান্তরিকের ভূমিকে এর উচ্চতা দিয়ে গুণ করলে এর ক্ষেত্রফল পাওয়া যায়।
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গ একক।
সামান্তরিকের পরিসীমা
সামান্তরিকের সবগুলো বাহুর সমষ্টিকে সামান্তরিকের পরিসীমা বলে।
একটি সামান্তকের সন্নিহিত বাহু দুটি a ও b হলে, সামান্তরিকের পরিসীমা = 2(a+b) একক।
সামান্তরিকের বৈশিষ্ট্য
- সামান্তরিকের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা ৩৬০০।
- সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০০।
- সামান্তরিকের ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়।
- সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান।
- সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকটিকে চারটি সমান ক্ষেত্রফলবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে।