ঐকিক নিয়ম কাকে বলে? প্রথমে একটি রাশির মান বের করে পরে কোনো সমস্যা সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। কতকগুলো জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি থেকে প্রথমে একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ বের করে তা থেকে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।
অথবা, ঐকিক নিয়ম কাকে বলে?
একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক এই জাতীয় জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি বের করার নিয়মকে ঐকিক নিয়ম বলে।
কোন খাদ্য ২৪ জন লোকের ২০ দিন চলে, ঐ একই পরিমান খাদ্য ৪০ জন লোকের কত দিল চলবে?
ক) ১০
খ) ১২
গ) ১৪
ঘ) ১৬
সঠিক উত্তর: ১২ দিন।
যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
ক) ১০
খ) ৯
গ) ৮
ঘ) ৬
সঠিক উত্তর : ঘ) ৬
১২ জন শ্রমিক ৩ দনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?
ক) ৫ দিনে
খ) ৪ দিনে
গ) ৬ দিনে
ঘ) ৩ দিনে
সঠিক উত্তর : খ) ৪ দিনে