শিরক বর্জনীয় কেন?

শিরক বর্জনীয়। কারণ শিরক জঘন্য অপরাধ। শিরকের অপরাধ যে কত জঘন্য সে সম্বন্ধে আল্লাহ পাক বলেন, “নিশ্চয়ই আল্লাহ্ তাঁর সাথে শিরক করার গুণাহ ক্ষমা করেন না, তাছাড়া অন্য যেকোনো গুণাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।” (সূরা আন নিসা : ৪৮)

এছাড়া শিরকের মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টি মানুষের অমর্যাদাও করা হয়। মুশরিক নানারকম জড় পদার্থ, দেবদেবী, প্রতিমা, প্রাকৃতিক শক্তির সামনেও মাথানত করে। এ হচ্ছে মানবতার চরম অবমাননা। আর এসব কারণে শিরক বর্জনীয়।

error: Content is protected !!