উপকূলীয় অঞ্চলে গভীর নলকূপের ভূগর্ভস্থ পানি অধিক ব্যবহৃত হলে এ পানি লোনা হবার প্রবণতা বাড়ে কেন?

উপকূলীয় অঞ্চলের পানির উপরিস্তর খুব লোনা। তাই ভূগর্ভস্থ পানি গভীর নলকূপের সাহায্যে উত্তোলন করা হয়। এর ফলে পানির স্তর নিচে নেমে যায়। পানির স্তর নিচে নামার দরুণ সমুদ্রের লোনা পানির প্রবাহ সে এলাকায় বৃদ্ধি পায়। ফলে পানি লোনা হবার প্রবণতা বৃদ্ধি পায়। তাছাড়া সমুদ্রের উপকূলীয় অঞ্চল বিধায় লোনা পানির সাম্যতা বজায় রাখার দরুণ পানি লোনা হবার প্রবণতা বেড়ে যায়।

error: Content is protected !!