স্যাটেলাইট কিভাবে মহাশূন্যে অবস্থান করে?

স্যাটেলাইট হচ্ছে এক ধরনের কৃত্রিম উপগ্রহ যা প্রতিনিয়ত পৃথিবীর চারদিকে ঘুরছে। এর গতির Centrigugal বা কেন্দ্রাতিক বল তাকে বাইরের দিকে গতি প্রদান করে। অন্যদিকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একে পৃথিবীর আওতার বাইরে যেতে দেয় না। এ উভয় শক্তি স্যাটেলাইটকে ভারসাম্য প্রদান করে ফলে স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ঘোরে। মহাকাশে যেহেতু বায়ুর অস্তিত্ব নেই তাই এটি বাধাহীনভাবে পরিক্রমণ করে। কাজেই যতক্ষণ পর্যন্ত না এটি পৃথিবীর নিকটতম স্থানে প্রবেশ করবে এবং উচ্চস্তরীয় বায়ুমণ্ডল একে টেনে আনবে ততক্ষণ পর্যন্ত এর গতি মন্থর হবে না।

error: Content is protected !!