মানুষ সাঁতার কাটে কি করে?

মানুষের দেহ সমআয়তন পানি অপেক্ষা হাল্কা, কিন্তু মাথা ওজনে ভারী। তাই দেহ সহজেই পানিতে ভাসে কিন্তু মাথা ডুবে যেতে চায়। হাত-পা নেচে পানিতে চাপ দিয়ে মাথা পানির বাইরে রাখতে পারার নামই সাঁতার কাটা। সেজন্য মানুষকে সাঁতার শিখতে হয়। কিন্তু জন্তু জানোয়ারের মাথা সমআয়তন পানি অপেক্ষা হাল্কা। তাই সাঁতার তাদের জন্য স্বভাবজাত। এজন্য ভাসমান মৃত মানুষের মাথা ডুবে থাকে।

error: Content is protected !!