থামা ঘড়ি কাকে বলে?

ক্ষদ্র সময়ের ব্যবধান পরিমাপ করার জন্য থামা ঘড়ি (Stopwatch) ব্যবহার করা হয়। থামা ঘড়ি দুই প্রকার। যথা: ডিজিটাল থামা ঘড়ি এবং এনালগ থামা ঘড়ি। ডিজিটাল থামা ঘড়ি এনালগ ঘড়ির চেয়ে নির্ভুল পাঠ দিতে পারে। এজন্য ডিজিটাল থামা ঘড়ির ব্যবহার বেশি হয়ে থাকে।

যেখানে একটি এনালগ থামাঘড়ি ±0.1 s পর্যন্ত নির্ভুল পাঠ দিতে পারে সেখানে একটি ডিজিটাল থামা ঘড়ি ±0.1 s পর্যন্ত সঠিক পাঠ দিতে পারে।

আজকাল ডিজিটাল ঘড়ি এবং মোবাইলে থামা ঘড়ি থাকে।

সময় পরিমাপ করার জন্য থামা ঘড়িটি হাত দিয়ে চালূ করতে হয়, আবার বন্ধও করতে হয়। যেহেতু কাজটি হাত দিয়ে পরিচালনা করতে হয়, সুতরাং সময় ব্যবধানের পাঠে কিছুটা ত্রুটি চলে আসে।

error: Content is protected !!