প্রযুক্তি ভালো কিংবা খারাপ হতে পারে কিন্তু জ্ঞান কখনো খারাপ হতে পারে না, পদার্থবিজ্ঞানের আবিষ্কারের আলোকে ব্যাখ্যা কর।

শত শত বছর ধরে বিজ্ঞানীরা তাদের চারপাশ থেকে যে জ্ঞান আহরণ করেন তারই বহিঃপ্রকাশ বিভিন্ন প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে যেমন জীবনকে সহজ ও অর্থপূর্ণ করে তোলা যায়, তেমনই ভয়ংকর কিছু প্রযু্ক্তি ব্যবহার করে শুধু নিজের জীবন নয় পুরো পৃথিবীর অস্তিত্ব বিপন্ন করে তোলা সম্ভব।

কোনো একটি বিশেষ জ্ঞানকে ভালো এবং খারাপ দুইভাবে ব্যবহার করা যায়। এটা নির্ভর করে উদ্ভাবিত প্রযুক্তির উপর। যেমন – মৌলের তেজস্ক্রিয়তা সম্পর্কিত জ্ঞানকে কাজে লাগিয়ে চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদান রাখা হচ্ছে। অপরদিকে এই জ্ঞানের অপব্যবহার করে মারাত্মক ক্ষতি ডেকে আনাও সম্ভব।

সুতরাং জ্ঞান কখনোও খারাপ হতে পারে না। তবে জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্ভাবিত প্রযুক্তি ভালো কিংবা খারাপ হতে পারে।

error: Content is protected !!