সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগ হ্রাসের হারকে মন্দন বলে।
- ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য লিখ।
- প্রযুক্ত বল ভরবেগের সমানুপাতিক বলতে কি বুঝ?
- চলন্ত গাড়ি হঠাৎ চলতে শুরু করলে ঋণাত্মক ত্বরণ হবে কেন?
- ব্রেক কি? গাড়ির গতি নিয়ন্ত্রণে এর ভূমিকা আলোচনা কর।
- অভিকর্ষজ ত্বরণকে সমত্বরণ বলা যায় কেন?
- গতিশক্তি কাকে বলে?
- বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন?
- রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে পার্থক্য
- সুষম দ্রুতিতে সরল পথে চলমান বস্তুর ত্বরণ থাকে না অথচ বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে