বৃত্তাকার পথে এক পাক ঘুরলে সরণ হবে শূন্য। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনই হলো বস্তুটির সরণ। কোনো বস্তুর সরণ পথের উপর নির্ভর করে না, বরং এটি বস্তুর আদি ও শেষ অবস্থানের উপর নির্ভর করে। বৃত্তাকার পথে একপাক ঘুরে আসলে বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না তাই এক্ষেত্রে সরণ শূন্য হয়।
- বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় সূতা কেটে দিলে পাথরের গতিবেগ কেমন হবে?
- বৃত্তাকার পথে কোন কণার সমবেগে আবর্তন করা সম্ভব নয় কেন?
- বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ থাকবে
- বৃত্তাকার পথে কোনো কণার সমবেগে আবর্তন করা সম্ভব নয় কেন?
- বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ কেমন হয়?
- বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে কি না?