চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে গাড়ির বেগ হ্রাস পায় বলে ঋণাত্মক ত্বরণ হয়। এক্ষেত্রে গাড়ির গতির বিপরীত দিকে বল প্রয়োগ করে বেগ হ্রাস করা হয়। আর বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে। তাই চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে ঋণাত্মক ত্বরণ বা মন্দন হয়।
আরো পড়ুনঃ
- ব্রেক কি? গাড়ির গতি নিয়ন্ত্রণে এর ভূমিকা আলোচনা কর।
- স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 kg ভরের একটি গাড়ি 0.2m/s2 সুষম ত্বরণে 60 s চলার পর 400 kg ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 m/s বেগে চলতে থাকে।
- চলমান অবস্থায় গাড়ির চাকার চাপ বৃদ্ধি পায় কেন?
- গাড়ির পার্টসে মবিল ব্যবহার করা হয় কেন?
- একটি গড়ানো মার্বেলকে গড়ানোর গতির দিকে বল প্রয়োগ করলে কী ঘটবে?
- স্থিতি জড়তা এবং গতি জড়তার মধ্যকার পার্থক্য