চলন্ত গাড়ি হঠাৎ চলতে শুরু করলে ঋণাত্মক ত্বরণ হবে কেন?

চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে গাড়ির বেগ হ্রাস পায় বলে ঋণাত্মক ত্বরণ হয়। এক্ষেত্রে গাড়ির গতির বিপরীত দিকে বল প্রয়োগ করে বেগ হ্রাস করা হয়। আর বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে। তাই চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে ঋণাত্মক ত্বরণ বা মন্দন হয়।

আরো পড়ুনঃ

error: Content is protected !!