নিউটনের তৃতীয় সূত্রানুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলের মান সমান কিন্তু এদের দিক বিপরীতমুখী।
যদি P ও Q দুটি বস্তুর মধ্যে P বস্তুটি Q বস্তুটির ওপর F1 বল প্রয়োগ করে তখন Q বস্তুটিও P বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল F2 প্রয়োগ করবে। এখানে, P বস্তু কর্তৃক Q বস্তুর উপর প্রযুক্ত বলকে ক্রিয়া বল এবং Q বস্তু কর্তৃক P বস্তুর ওপর প্রযুক্ত বলকে প্রতিক্রিয়া বল বলে।
- নিউটনের গতির ১ম সূত্র ও ব্যাখ্যা
- একটি গড়ানো মার্বেলকে গড়ানোর গতির দিকে বল প্রয়োগ করলে কী ঘটবে?
- ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হওয়া সত্ত্বেও স্থির বস্তুতে কেন গতির সৃষ্টি হয়?
- স্থিতি জড়তা এবং গতি জড়তার মধ্যকার পার্থক্য
- গতির উপর ঘর্ষণের প্রভাব আলোচনা কর।
- রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে পার্থক্য
- কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি?