অধিকার পৃচ্ছা কী? কে এই লেখ জারি করতে পারে?

অধিকার পৃচ্ছা -এই লেখটির অর্থ হলো কোন্ অধিকারে। এই লেখ বা নির্দেশের সাহায্যে আদালত অনুসন্ধান করে দেখে যে, কোনো ব্যক্তিকে যে পদে নিযুক্ত করা হয়েছে সে সেই পদের উপযুক্ত কিনা। উপযুক্ত না হলে আদালত সংশ্লিষ্ট নিয়োগকে বাতিল করে দিতে পারে। সুপ্রিমকোর্ট এবং হাইকোর্ট যথাক্রমে ৩২ এবং ২২৬নং ধারা বলে এই লেখ জারি করতে পারে।

error: Content is protected !!