আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি গুলির যে কোনো আইনগত তাৎপর্য নেই তা নয়। বহু আইনের সাংবিধানিক বৈধতা বিচারের ক্ষেত্রে আদালত এই নীতিগুলি সাহায্য নেয়। তাছাড়া ওর ১৯৭১ সালে প্রণীত 25 তম সংবিধান সংশোধনী আইনে বলা হয়েছে যে, নির্দেশমূলক নীতিগুলিকে কার্যকর করতে গিয়ে যদি কোন আইন সংবিধানে বর্ণিত সাম্য ও স্বাধীনতার অধিকার ক্ষুন্ন করে, তবে এই আইনকে অবৈধ বলে ঘোষণা করা যাবেনা।