বেস স্টেশন কাকে বলে?

মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্কের প্রতিটি সেলে একটি অ্যান্টেনা ও কিছু ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস নিয়ে গঠিত অফিসকে বলা হয় বেস স্টেশন।

সংযোগ স্থাপন করা অবস্থায় যেকোনো একজন বা উভয় ব্যবহারকারী কল অবিচ্ছিন্ন রেখে এক বা একাধিক বেস স্টেশন বা সেল পরিবর্তন করতে পারেন। এজন্য মোবাইল হ্যান্ড সেট – সেলুলার ফোন, সেল ফোন বা হ্যান্ডফোন নামেও পরিচিত।

error: Content is protected !!