নিক্ষেপন বেগ, নিক্ষেপন কোন, নিক্ষেপন বিন্দু, বিচরণ পথ, বিচরণ কাল, পাল্লা কাকে বলে?

নিক্ষেপন বেগ কাকে বলে?

যে আদি বেগে প্রাসকে শূন্যে বা বাতাসে নিক্ষেপন করা হয় তাকে নিক্ষেপন বেগ বলে।

নিক্ষেপন কোন কাকে বলে?

নিক্ষেপের মুহূর্তে নিক্ষেপন বেগের অভিমুখ অনুভূমিকের সাথে যে কোণ সৃষ্টি করে তাকে নিক্ষেপন কোণ বলে।

নিক্ষেপন বিন্দু কাকে বলে?

যে বিন্দু থেকে প্রাসটি নিক্ষিপ্ত হয় তাকে নিক্ষেপন বিন্দু বলে।

বিচরণ পথ কাকে বলে?

প্রাসের গতিপথকে বা পথ রেখাকে এর বিচরণ পথ বলে।

বিচরণ কাল কাকে বলে?

উৎক্ষেপন মুর্হর্ত থেকে যে সময় পর প্রাস সমতলে ফিরে আসে তাকে বিচরণ কাল বলে।

পাল্লা কাকে বলে?

প্রসঙ্গ সমতলের যে বিন্দুতে প্রাস পতিত হয় তাকে পতন বিন্দু বলে। নিক্ষেপন বিন্দু ও পতন বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে প্রাসের পাল্লা বলে।

error: Content is protected !!