অভিসার কাকে বলে?

অভিসার শব্দের অর্থ সংকেত স্থানে গমন করা। সাধারণভাবে শব্দটি মানুষের নির্দিষ্ট স্থানের অভিমুখে যাত্রাকে বোঝাত। তবে ক্রমশ এই শব্দটি প্রেমিক প্রেমিকার মিলনের উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রাকেই বোঝায়। 

রূপ গোস্বামী ছয় প্রকারের অভিসারের কথা বলেছেন –

১) দিবাভসারিকা

২) কুজঝটিকাভিসারিকা

৩) তীর্থযাত্রাভিসারিকা

৪) উন্মত্তাভিসারিকা

৫) বর্ষাভিসারিকা

৬) অসমঞ্জসাভিসারিকা

error: Content is protected !!