ঝুঁকি নেওয়া ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয় কেন?

উদ্যোক্তাকে সবসময় অনিশ্চয়তার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হয় বলে ঝুঁকি নেওয়া ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয়। ব্যবসায় উদ্যোগের সাথে ঝুঁকির ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। একজন উদ্যোক্তা সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকি পরিমাপ করেন। বেশি ঝুঁকি নিলে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। ঝুঁকি না নিলে ব্যবসায়ে সাফল্য অর্জন তথা ব্যবসায় পরিচালনাও সম্ভব নয়। তাই বলা হয়, ঝুকি ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয়।

ঝুঁকি গ্রহণ ছাড়া মুনাফা আশা করা যায় না। বেশি মুনাফার আশায় শিল্প উদ্যোক্তাগণ ঝুঁকির সাথে নতুন পণ্য, সেবা ও ধারণা উৎপাদন ও বন্টন ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণ করে থাকেন। ফলে তাদের সাফল্য বেশি হয়।

অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই উদ্যোক্তাকে সব সময় কাজ করতে হয়। এই কাজের সাথে রয়েছে যথেষ্ট ঝুঁকি। আবার ঝুঁকি গ্রহণ ছাড়া সাফল্য অর্জনও সম্ভব নয়। তাই তাকে ঝুঁকি পরিমাপসহ ঝুঁকি গ্রহণের ইচ্ছা ও ক্ষমতা থাকতে হবে।

error: Content is protected !!