অ্যাট্রিবিউট কাকে বলে?

একটি এনটিটি এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম বা উপাদান ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। যেমনঃ একজন ছাত্রের নাম, রোল, ঠিকানা ইত্যাদি হচ্ছে এক একটি অ্যাট্রিবিউট। 

অ্যাট্রিবিউট দুই ধরনের হতে পারে।

১) সরল অ্যাট্রিবিউট। যেমনঃ নাম, ঠিকানা ইত্যাদি।

২) কম্পোজিট অ্যাট্রিবিউট। যেমনঃ নামের প্রথমাংশ, শেষ অংশ, রোড নং, হাউজ নং, এলাকা ইত্যাদি।

error: Content is protected !!