হাইড্রোজেন বোমা?

নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তা দ্বারা হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। যে নিউক্লিয় বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। যেমনঃ  

₁²H+₁³H → ₂⁴He +₀¹n + শক্তি 

হাইড্রোজেন বোমার বিশেষত্ব হচ্ছে এটি শুধু জীবন্ত প্রাণীকে ধ্বংস করে। কিন্তু দালানকোঠা বা ঘরবাড়ির কোন ক্ষতি করে না।

error: Content is protected !!