- নিউক্লিয়ার মেমব্রেন কাকে বলে?
- প্লাজমা মেমব্রেনের কাজ কি?
- নিউরন কি বা কাকে বলে? নিউরনের গঠন ও নিউরনের কাজ
পিট মেমব্রেন কাকে বলে?
পাশাপাশি অবস্থিত কোষের কূপগুলোর জন্য একটি অন্যটির উল্টোদিকে মুখোমুখি অবস্থানের জন্যে কোষপ্রাচীরে সূক্ষ্ম ছিদ্রের সৃষ্টি হয়। মুখোমুখি অবস্থিত দুটি কূপকে পিট জোড় বা পিট পেয়ার এবং কূপ দুটির মধ্যবর্তী স্থানের মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে।