- ফাইটোহরমোন কি? ফাইটোহরমোনের গুরুত্ব
- বীজধান কাকে বলে? বীজধানের প্রকারভেদ
- নিষেক কাকে বলে? নিষেকের প্রকারভেদ, বহিঃনিষেক, অন্তঃনিষেক
পার্থেনোকার্পি কাকে বলে?
অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ফলে বীজহীন ফল সৃষ্টি হয়। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হওয়ার এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে।
যেমনঃ লেবু, কমলা লেবু ইত্যাদি।