কোম্পানি সদস্যদের সীমিত দায় কথাটি ব্যাখ্যা কর।

কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের আর্থিক মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকাকে সীমাবদ্ধ দায় বলে। এ সংগঠনের সদস্যদের দায় একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের মতো অসীম নয়। এখানে শেয়ারহোল্ডারদের দায় স্মারকলিপির বর্ণনা অনুযায়ী শেয়ার বা নিশ্চয়তা মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। শেয়ারমূল্য দ্বারা সীমাবদ্ধ বলতে একজন শেয়ারহোল্ডার যে মূল্যমানের শেয়ার কেনেন তিনি শুধু সে পরিমাণ অর্থের জন্য দায়ী থাকেন। এর বেশি দায় বহনে তিনি বাধ্য থাকেন না। এতে কোনো শেয়ারহোল্ডার ১০০ টাকা মূল্যের ১০টি শেয়ার কিনলে তার দায় (১০০×১০) = ১০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে।

error: Content is protected !!