ভাবার্থ কাকে বলে? ভাবার্থের বৈশিষ্ট্য

নির্দিষ্ট কোন গদ্যাংশ বা পদ্যাংশের মূলভাবকে ছোট করে নিজস্ব ভাষা দিয়ে প্রকাশ করাকে ভাবার্থ বলে।
ভাবার্থ হতে হবে স্পষ্ট এবং স্বচ্ছ। ভাবার্থ লিখন করতে হলে নিয়মিত ভাষা অনুশীলন করতে হবে। ভাবসম্প্রসারণের সঙ্গে ভাবার্থ লিখন এর অনেক পার্থক্য আছে। ভাবার্থ লেখার ব্যাপারে নির্দিষ্ট নিয়ম কিছু নেই। ছাত্র-ছাত্রীরা কতটা উপলব্ধি করতে পারলো তার উপর নির্ভর করে ভাবার্থ লিখন এর সার্থকতা।

গদ্য ও পদ্য রচনায় কোনো না কোনো অন্তনির্হিত মূল ভাব থাকে।সহজ ও সাবলীল ভাষায় সংক্ষেপে তা লেখার নাম ভাবার্থ। অনুচ্ছেদ আকারে প্রদত্ত পদ্যাংশ বা গদ্যংশের মূলভাবকে সহজ,সরল ও প্র্রাঞ্জল ভাষায় সংক্ষেপে প্রকাশ করার বিশেষ রীতিকে ভাবার্থ লিখন বলা হয়।

error: Content is protected !!