পর্যায়ন কাকে বলে?

সংজ্ঞাঃ যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহণ ও সঞ্চয়কাজে সামঞ্জস্য আসে, তাকে পর্যায়িতকরণ বা পর্যায়ন বলে। অন্যভাবে বললে পর্যায়ন বলতে বোঝায়, ক্ষয়কাজের মাধ্যমে উচ্চভূমি এবং সঞ্চয়কাজের মাধ্যমে নিম্নভূমির সমতলীকরণ।

1904 খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসবারি সর্বপ্রথম ভূমিরূপ বিদ্যায় ‘পর্যায়ন’ শব্দটি ব্যবহার করেন।

পর্যায়ন এর বৈশিষ্ট্য

১) পর্যায়ন বা ক্রমায়ন শক্তিগুলি হল আসলে বহির্জাত শক্তি।
২) পর্যায়নের মাধ্যমে নদী, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলির কাজে ভারসাম্য অবস্থার সূচনা হয়।
৩) পর্যায়ন প্রক্রিয়া একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ক্রিয়াশীল থাকে, যা ক্ষয়ের শেষ সীমা নামে পরিচিত।

পর্যায়ন এর প্রক্রিয়া

১) আরোহণ বা স্তূপীকরণ বা সঞ্চয়
২) অবরোহণ বা ক্ষয়সাধন এবং
৩) জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিভাগের পর্যায়ন সম্পূর্ণ হয়।

error: Content is protected !!