সংজ্ঞাঃ যে উচ্চভূমি পাশাপাশি অবস্তিত দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলা হয়। সাধারণত পাহাড়-পর্বতগুলি জলবিভাজিকার ভূমিকা পালন করে। যেহেতু পাহাড়-পর্বত নদীর জলের ধারাকে বিভাজন করে, অর্থাৎ বিপরীত দিক দিয়ে বয়ে যেতে বাধ্য করে, তাই এদের নাম হয়েছে জলবিভাজিকা।
উদাহরণঃ এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হলো পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা।
