পল-বুঙ্গি ব্যালেন্স কী?

বেশি সজ্জিত ব্যালেন্স কক্ষ, স্তম্ভ, তুলাদন্ড, পাল্লা ইত্যাদি অংশ নিয়ে গঠিত যে ব্যালেন্সের সাহায্যে 0.0001 g পর্যন্ত অল্প পরিমাণ ওজন নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে পল-বুঙ্গি ব্যালেন্স বলে।

এর অপর নাম তুল্লা যন্ত্র এটি মূলত চারটি অংশ দ্বারা গঠিত যথাঃ বেদীসজ্জিত ব্যালেন্স বক্ষ, স্তম্ভ, তুলাদন্ড ও পাল্লা এবং আরোহী বাহক। তুলাদন্ডের গায়ে একটি স্কেল থাকে যাতে 10 টি ভাগ থাকে। যার প্রতিভাবে আবার 10 টি ক্ষুদ্র ঘর থাকে।

এই যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করার জন্য প্রথমে স্পিরিট লেবেল এর সাহায্যে ও স্ক্রু ঘুরিয়ে একে সমতল করতে হবে। যার ওজন বের করতে হবে তাকে বাম পাশের নিক্তিতে রেখে ডান পাশে সুবিধাজনক ওজন চাপাতে হবে এবং এভাবে ঐ বস্তুর মোট ওজন বের করতে হবে।

error: Content is protected !!