জল কেন দূষিত হয়? জলদূষণের কারণগুলি কী কী?

জল নানা কারণে দূষিত হয়। যেমন: 
১) ঘর-গৃহস্থালির দৈনন্দিন আবর্জনা জলকে দূষিত করে।
২) শিল্পজাত আবর্জনা ও বর্জ্য পদার্থ জলে মিশে গেলে জল দূষিত হয়।
৩) কৃষিজাত আবর্জনার জন্য জল দূষিত হয়। 
৪) বৃষ্টির পরে জনবসতি থেকে ধুয়ে আসা ময়লা জলের কারণে জলদূষণ ঘটে।
৫) ডিটারজেন্ট-এর প্রভাবে জল দূষিত হয়।
৬) সমুদ্রজলে ভাসমান তেল সমুদ্রজলকে দূষিত করে।
৭) অ্যাসিড বৃষ্টিও জলকে দূষিত করে।
৮) জলের তাপ বৃদ্ধি পেলে জল দূষিত হয়।
৯) জলে রোগজীবাণু বৃদ্ধি পেলে জল দূষণ ঘটে।

error: Content is protected !!