গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের পার্থক্য কী?

গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের পার্থক্য নিম্নরূপ:

নংগণতান্ত্রিক নেতৃত্বস্বৈরতান্ত্রিক নেতৃত্ব
 ১গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে সিদ্ধান্ত নেন।স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা নিজের ক্ষমতা ও সামথ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেন।
 ২এ ধরনের নেতৃত্বে নেতা কর্মীদের কাছে জবাবদিহি করেন।এ ধরনের নেতৃত্বে নেতা শুধু আদেশ দেন, জবাবদিহি করেন না।
 ৩কর্মীদের প্রতি নেতা ইতিবাচক মনোভাব পোষণ করেন।কর্মীদের প্রতি নেতা নেতিবাচক মনোভাব পোষণ করেন।
 ৪নেতা কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেন।নেতা সবসময় কর্মীদের চাপের মুখে রাখেন, প্রশ্ন করার সুযোগ দেন না।
error: Content is protected !!