ব্যবসায়ের সামাজিক দায়িত্ব কাকে বলে?

সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায়ই হলো ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। ব্যবসায় সমাজ থেকে ইনপুট কাঁচামাল হিসেবে নেয় এবং পরিণত পণ্য আবার সমাজই বিপণন করে। উৎপাদক, সরবরাহকারী, ক্রেতা, ভোক্তা এলাকা, সরকার প্রভৃতি পক্ষের সমষ্টিই হলো সমাজ। আর মুনাফা অর্জনের পাশাপাশি এসব পক্ষের জন্য কল্যাণকর কাজ করাই হলো ব্যবসায়ের সামাজিক দায়িত্ব।

error: Content is protected !!