উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের মধ্যে পার্থক্য

উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের মধ্যে পার্থক্য নিচে দেয়া হলোঃ

নংউদ্যোক্তাআত্মকর্মসংস্থান
 ১যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাই উদ্যোগ।নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা হলো আত্মকর্মস্থান।
 ২উদ্যোগের মাধ্যমে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করা হয়।আর আত্মকর্মসংস্থানে নিজের কাজের ব্যবস্থা করা হয়।
 ৩উদ্যোগ যেকোনো কাজের জন্য নেওয়া যেতে পারে।আত্মকর্মসংস্থানের জন্য ব্যক্তির উদ্যোগ প্রয়োজন হয়।
error: Content is protected !!