- মেশিন কোড কি ?
- মাঝারি প্রতিষ্ঠান কাকে বলে?
- মেশিন লার্নিং (Machine Learning) কী?
- প্রতিষ্ঠানে উৎপাদনমুখী মেশিন ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত?
- সেলুনের জন্য এয়ারকন্ডিশনার মেশিন ক্রয় কেন দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত?
এমপ্লয়মেন্ট জেনারেটিং মেশিন কী?
SME-কে Employment Generating Machine বলা হয়। SME এর পূর্ণরূপ Small and Medium Enterprise। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ তৈরি ও অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প শ্রমঘন হওয়ায় জাতীয় আয় বাড়াতে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অবদান রাখে। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে Employment Generating Machine বলা হয়।