আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিভিন্ন রকমের পলিমার। এদের কোনোটি প্রাকৃতিক আবার কোনোটি কৃত্রিম। আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটি মুহূর্তও কল্পনা করতে পারব না, যখন আমরা কোনো না কোনো পলিমার ব্যবহার করছি না। কিছু কিছু পলিমার আছে, যেগুলো পরিবেশবান্ধব, আবার কোনো কোনোটি পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। এই অধ্যায়ে আমরা পলিমারকে চিনতে শিখব, কোনটি ব্যবহার করব কোনটি থেকে দূরে থাকব সেটিও আমরা বুঝতে শিখব।
এই অধ্যায় শেষে আমরা-
- প্রাকৃতিক ও কৃত্রিম পলিমার ব্যাখ্যা করতে পারব;
- পলিমারকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব;
- প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু ও বস্ত্রের উৎস, বৈশিষ্ট্য এবং ব্যবহার বর্ণনা করতে পারব;
- তনু হতে সুতা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব;
- বিভিন্ন প্রকার সুতার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব;
- রাবার ও প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারব;
- পরিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টিতে রাবার ও প্লাস্টিকের ভূমিকা ব্যাখ্যা করতে পারব;
- তাপ প্রয়োগ করে বিভিন্ন প্রকার সুতার বৈশিষ্ট্য শনাক্ত করতে পারব;
- পরিবেশের ভারসাম্য রক্ষায় রাবার ও প্লাস্টিকের ব্যবহার ও সংরক্ষণে সচেতন হব।
- উন্নততর জীবনধারা, অধ্যায়-১
- জীবনের জন্য পানি, অধ্যায়-২
- হৃদযন্ত্রের যতকথা এবং অন্যান্য, অধ্যায়-৩
- নবজীবনের সূচনা, অধ্যায়-৪
- দেখতে হলে আলো চাই, অধ্যায়-৫
- পলিমার, অধ্যায়-৬
- অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, অধ্যায়-৭
- আমাদের সম্পদ, অধ্যায়-৮
- দুর্যোগের সাথে বসবাস, অধ্যায়-৯
- এসো বলকে জানি, অধ্যায়-১০
- প্রাত্যহিক জীবনে তড়িৎ, অধ্যায় -১১