তথ্য ও প্রযুক্তি বলতে কী বুঝায়? Class 6

তথ্য ও প্রযুক্তি বলতে কী বুঝায়?
তথ্য দেওয়া-নেওয়া কিংবা সংরক্ষণ বা বাঁচিয়ে রাখার যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। বিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর করে তৈরি করা নানারকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে মানুষের জীবনটাকে সহজ করে দেয়ার প্রযুক্তিই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

বর্তমানে সমাজের সকল স্তরের মানুষ এটি ব্যবহার করছে। শুরুতে এ প্রযুক্তি ছিল সম্পূর্ণ কম্পিউটার নির্ভর। সময়ের সাথে পাল্লা দিয়ে খুব দ্রুত উন্নয়ন ঘটতে থাকে প্রযুক্তির। নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যারের উদ্ভাবন এ প্রযুক্তিকে করে তোলে আরো গতিময়। সৃষ্টি হয়েছে তথ্য আদান-প্রদান, সংরক্ষণ ও তথ্য বিনিময়ের অনেক সুযোগ।

ফলে এর ব্যবহার শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে চিকিৎসা, বিজ্ঞান এবং গবেষণা, কৃষি, পরিবেশ ও আবহাওয়া, প্রচার ও গণমাধ্যম, প্রকাশনা, ব্যাংক প্রভৃতিসহ নানা ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে।

error: Content is protected !!