কাঙালীর কণ্ঠ কেন কান্নায় ফেটে পড়তে চাইল?

কাঙালীর কণ্ঠ কেন কান্নায় ফেটে পড়তে চাইল?
অধর রায়কে মৃতমায়ের কথা বলতে গিয়ে মায়ের করা সমস্ত অনুরোধ হঠাৎ মনে পড়লে কাঙালীর কণ্ঠ কান্নায় ফেটে পড়তে চাইল।
স্বামী পরিত্যক্তা ও অন্ত্যজ শ্রেণির প্রতিনিধি অভাগী একসময় সাধ করে আঙিনায় বেলগাছ লাগিয়েছিল। কিন্তু অভাগীর মৃত্যুর পর তার সৎকারের উদ্দেশ্যে সে গাছ কাটতে গেলে বাধা আসে জমিদারের পক্ষ থেকে। অভাগীর স্বামী ও পুত্র হাজারো চেষ্টা করে তাদের কাছ থেকে গাছ কাটার অনুমতি পায় না। উপরন্তু নিচু জাতের বলে লাঞ্ছনার শিকার হতে হয় তাদের। এ কারণে জমিদারের গোমস্তা অধর রায়ের কাছে বিচার চাইতে গেলে সেখানে মৃতমায়ের কথা বলতে গিয়ে মায়ের সমস্ত অনুরোধ মনে পড়লে কাঙালীর কণ্ঠ কান্নায় ফেটে পড়তে চাইল।

error: Content is protected !!