- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, ভাবসম্প্রসারণ
- প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। ভাবসম্প্রসারণ
- শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, ভাবসম্প্রসারণ
- বিশ্রাম কাজের অঙ্গ একসঙ্গে গাঁথা, নয়নের অংশ যেন নয়নের পাতা, ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণঃ আলো বলে, ‘অন্ধকার, তুই বড়ো কালো।’ অন্ধকার বলে, ‘ভাই, তাই তুমি আলো।’
মূলভাব: পৃথিবীতে কোনো কিছু এককভাবে উপভোগ করলে সে জিনিসের যথার্থ মূল্য বোঝা যায় না। আলো ও অন্ধকারের মতো বিপরীত দিকগুলো একে অন্যের গুরুত্ব অনুধাবনে সহায়তা করে।
সম্প্রসারিত ভাব: পৃথিবীতে সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, সুন্দর ও কুৎসিতের সহাবস্থান। সূর্য যদি কখনো অস্ত না যেত, তাহলে আলোময় পৃথিবীকে সুন্দরভাবে অনুভব করা যেত না। অন্ধকার আলোকে গ্রাস করে বলেই পরের দিনের সূর্যোদয় আমাদের কাছে এত আকর্ষণীয়। মানুষের ব্যক্তিগত জীবনেও একই অবস্থা। আমরা সবাই জীবনে অধিক সুখ লাভের উপায় সন্ধান করি। কিন্তু দুঃখের স্পর্শ ছাড়া জীবনে নিরবচ্ছিন্ন সুখ লাভ করা যায় না। দুঃখের যন্ত্রণা দেখে আমরা হতাশায় ভেঙে পড়ি। অনেক সময় আক্ষেপ করি, সৃষ্টিকর্তার কাছে অভিযোগ জানাই। কিন্তু দুঃখ আছে বলেই সুখ এত আদরণীয়। বেদনা-হতাশার পর যে সুখ ও আনন্দ খুঁজে পাওয়া যায়, তার অনুভূতি অমূল্য। তেমনই অভাব না থাকলে মানুষ সম্পদের মূল্য বুঝত না। চাওয়া-পাওয়া বা অতৃপ্তি না থাকলে জ্ঞানবিজ্ঞানের এত উৎকর্ষ সাধিত হতো না। জন্মের পর মৃত্যু অবধারিত বলেই জীবন এত মধুময় ও মূল্যবান। তেমনিভাবে অন্ধকার আছে বলেই আলোর গুরুত্ব বেশি। আলো অন্ধকারকে যতই হেয় করুক না কেন, অন্ধকার আছে বলেই আলো উজ্জ্বলভাবে আমাদের নিকট ধরা পড়ে। অর্থাৎ, বিপরীতধর্মী বিষয়বস্তুর পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার কারণেই পৃথিবী এত বৈচিত্র্যময় ও সুন্দর। কাঁটা এড়িয়ে যেমন পদ্মফুল তোলা যায় না, তেমনই দুঃখ বাদ দিয়ে সুখ লাভ করা যায় না।
মন্তব্য: আলো-অন্ধকার, ভালোমন্দ, সুখ-দুঃখ না থাকলে মানুষ কোনো সাধনাই করত না; দৃঢ় মনোবলের অধিকারীও হতে পারত না। এসব বাধা আছে বলেই মানুষ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে জীবনকে সুন্দর ও সার্থক করতে, পৃথিবীকে সুখের আবাস ভূমিতে পরিণত করতে।