- স্বাস্থ্যই সকল সুখের মূল। ভাবসম্প্রসারণ
- প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। ভাবসম্প্রসারণ
- জ্ঞানহীন মানুষ পশুর সমান, ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণঃ
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন-মন সকলি দাও,
তার মতো সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।
মূলভাব: জগতে অনেকেই আত্মসুখ লাভ করতে চায়। নিজের ও পরিবার-পরিজনের সুখ-সুবিধা ও আয়-উন্নতির দিকেই কেবল তাদের নজর। কিন্তু তা প্রকৃতপক্ষে মনুষ্যত্বের লক্ষণ নয়।
সম্প্রসারিত ভাব: মানুষ কেবল নিজের স্বার্থ অর্জন ও স্বার্থরক্ষার জন্য জগতে আসেনি। অন্যকে বাদ দিয়ে একা তার পক্ষে চলা সম্ভব নয়। কারণ সামাজিক জীব হিসেবে মানুষের জীবনধারণ নির্ভর করে সমাজের অন্যান্য লোকের সহযোগিতার উপর। কিন্তু স্বার্থপর মানুষ তা ভুলে যায়। প্রকৃত মনুষ্যত্বের লক্ষণই হলো সমাজের সবাইকে নিয়ে বাঁচা। সবার উন্নতি হলে নিজেরও উন্নতি হবে- এ বোধ নিয়ে কাজ করা। অন্যের স্বার্থের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে পারাটাই প্রকৃত মনুষ্যত্বের লক্ষণ। এ বিশ্বজগতে যাঁরা বড়ো মাপের মানুষ, তাঁরা মানবসমাজের জন্যই কাজ করে গেছেন। নিজের স্বার্থকে তাঁরা মোটেও প্রাধান্য দেননি। যারা মনে করে আত্মসুখই বড়ো সুখ, তারা প্রকৃতপক্ষে সুখী হয় না। কারণ ব্যক্তিগত ভোগে ইন্দ্রিয় পরিতৃপ্ত হয়, কিন্তু তাতে মানুষের ভালোবাসা পাওয়া যায় না।
মন্তব্য: যে নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য কাজ করে, সবার ভালোবাসায় তার জীবন হয়ে ওঠে সার্থক ও আনন্দময়।