কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণঃ কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?
মূলভাব: যে জীবনে সংগ্রাম নেই, সে জীবন নীরস ও বৈচিত্র্যহীন। কঠোর পরিশ্রম, দুঃখকষ্ট নিয়েই মানুষের জীবন। দুঃখ বা কষ্টকে পরিহার করার জন্য মানুষ জীবন-সংগ্রামে প্রতিনিয়ত ব্যস্ত থাকে।

সম্প্রসারিত ভাব: সুখ অর্জনের জন্য কষ্ট বা সংগ্রাম করা অপরিহার্য। যেমন পদ্মফুল তুলতে গেলে কাঁটার আঘাতে দমে গেলে চলবে না। এই আঘাতকে জয় করেই পদ্মফুল সংগ্রহ করতে হবে। দুঃখের রাত যতই গভীর হয়, মানুষের জীবনে সুখের অভ্যুদয় ততই নিকটবর্তী হয়। সুখের প্রতিই মানুষের আকর্ষণ। কেননা, সুখ মানুষের আনন্দের মূল উপাদান। কিন্তু দুঃখের অগ্নিপরীক্ষার ভিতর দিয়েই মানুষের মন শুচি-শুভ্র হয়ে ওঠে। মানুষ নবতর মহিমান্বিত জীবন লাভ করে। সুতরাং জীবনে দুঃখ বা বিপদ এলে ভেঙে পড়লে চলবে না, দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে তার মোকাবিলা করতে হবে। কেউ যদি সমুদ্রের উত্তাল ঢেউ দেখে তার অভিযাত্রা বর্জন করে তবে সুখের সবুজ দ্বীপে পৌঁছানো তার পক্ষে অসম্ভব। তাই এ কথা সবর্জনস্বীকৃত, পরিশ্রম ও দুঃখ-বেদনা আলিঙ্গন ছাড়া মানুষের জীবনে সুখের সোনালি সূর্য হেসে ওঠে না।
মন্তব্য: জীবনে ভালো কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে।

error: Content is protected !!