মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না – বুঝিয়ে লেখো।

মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না – বুঝিয়ে লেখো।
সাহিত্যচর্চার মাধ্যমে মনের দাবি মেটানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে লেখক আলোচ্য উক্তিটি করেছেন।
‘বই পড়া’ প্রবন্ধে লেখক প্রমথ চৌধুরী মানুষের শরীর রক্ষার জন্য খাদ্য গ্রহণের গুরুত্বের পাশাপাশি মনের দাবি মেটানোর প্রতিও গুরুত্বারোপ করেছেন। তিনি মনে করেন, কেবল সাহিত্যচর্চার মধ্য দিয়েই মানুষের মন যথার্থভাবে আনন্দরসে সিক্ত করা যায়। অর্থাৎ মানুষের মন সজীব-সতেজ হয় মূলত সাহিত্য পাঠের মাধ্যমে। এ কারণেই সাহিত্যচর্চার ভেতর দিয়ে মানুষের আত্মা বাঁচে না।
সাহিত্য রস বঞ্চিত মন ধীরে ধীরে নির্জীব হয়ে পড়ে, মানুষের আত্মার অপমৃত্যু ঘটে। প্রশ্নোক্ত বাক্যে এ কথাই বোঝানো হয়েছে।

error: Content is protected !!