- ভাষিক যোগাযোগ কাকে বলে?
- মনের হাসপাতাল বলতে কী বোঝায়?
- বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় – বলতে কী বোঝানো হয়েছে?
‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপর স্থান দিয়েছেন কেন? বুঝিয়ে লেখো।
‘বই পড়া’ প্রবন্ধে লেখক প্রমথ চৌধুরী যথার্থ শিক্ষিত হয়ে ওঠার ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা বিবেচনায় লাইব্রেরিকে স্কুল-কলেজের উপর স্থান দিয়েছেন।
বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল অর্জনে উদ্বুদ্ধ করে; তাদের মানসিক বিকাশের প্রতি গুরুত্ব দেয় না। এরূপ সীমাবদ্ধ শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা যথার্থ বিকাশের সুযোগ পায় না। পক্ষান্তরে, লাইব্রেরিতে ব্যক্তি তার ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী বই পড়ে নিজেকে সমৃদ্ধ করে তুলতে পারে। স্বশিক্ষিত হয়ে ওঠার ক্ষেত্রে লাইব্রেরির এমন গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন।