- সুভা শষ্পশয্যায় লুটিয়ে পড়ল কেন?
- সুভা কলকাতায় যেতে চায় না কেন?
- পিতা-মাতার মনে সুভা সর্বদাই জাগরূক ছিল কেন?
অসুস্থ শরীরকে সুস্থ রাখতে যেমন হাসপাতালে যেতে হয় তেমনি মনকে সুস্থ করতে লাইব্রেরির প্রয়োজন। তাই লাইব্রেরি হলো একরকম মনের হাসপাতাল।
ধর্মচর্চার জন্য মসজিদ মন্দির রয়েছে, দর্শনের চর্চা গৃহায়, নীতির চর্চা ঘরে, বিজ্ঞানের চর্চা জাদুঘরে হয়। কিন্তু জ্ঞানের চর্চার জন্য লাইব্রেরি অবশ্যই প্রয়োজন। জ্ঞানচর্চা ছাড়া সুস্থ-সুন্দর মন নির্মাণ হয় না। একজন মানুষের জীবনাচরণের সবকিছুই তার মনের উপর ক্রিয়াশীল। দেহে রোগ দেখা দিলে যেমন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়, তেমনি মনের রোগ সারাতে অবশ্যই বেশি বেশি বই পড়তে হবে। আর বই পড়ার শ্রেষ্ঠ স্থান লাইব্রেরি।
তাই সুস্থ-সুন্দর মনের জন্য লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল।