এই প্রকল্পে যে কাজে হাত দেওয়া হয়েছে, তা হল-
(1) নর্দমার দূষিত জল যাতে গঙ্গায় সরাসরি না মেশে সেজন্য নর্দমার দিক পরিবর্তন করে ডাইভার্শান ক্যানেলের মাধ্যমে অন্য জায়গায় ময়লা ফেলার বন্দোবস্ত করা হয়েছে।
(2) নর্দমার জল “ট্রিটমেন্ট প্ল্যান্ট” বা শোধনাগারে আগে দূষণমুক্ত করে তবে ওই জলকে গঙ্গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
(3) শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হয়েছে।
(4) স্নানের ঘাট মেরামত করার কাজ চলছে।
(5) স্বল্প খরচে স্যানিটারি পায়খানা বা শৌচাগার নির্মাণ করার কাজ চলছে।
(6) গঙ্গার ভাঙন রোধ করা ও ভাঙা পাড় বাঁধিয়ে সুন্দর করার কাজ চলছে।
(7) গঙ্গার জলের মান ও দূষণের পরিমাণ নিয়মিত পরীক্ষা করা হয়।
(৪) বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য কর্মপদ্ধতির আধুনিকীকরণ ও উদ্ভাবন করার কাজ চলছে।
(9) গঙ্গার জলপৃষ্ঠকে বর্জ্যমুক্ত করে পরিচ্ছন্ন করা হচ্ছে।
(10) গঙ্গার জীববৈচিত্র্য রক্ষা করার চেষ্টা চলছে।
(11) গঙ্গা নদীর পাশে অবস্থিত গ্রামগুলির উন্নতি করা হচ্ছে।
(12) জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।