- প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। ভাবসম্প্রসারণ
- যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ, ভাবসম্প্রসারণ
- মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। ভাবসম্প্রসারণ
মূলভাব: জ্ঞান আছে বলেই মানুষকে অন্যান্য পশু থেকে পৃথক করা যায়। জ্ঞানের অনুপস্থিতিতে মানুষ ও পশুর মাঝে কোনো পার্থক্য থাকে না।
সম্প্রসারিত ভাব: জ্ঞান মানুষের এক অনন্য মানবীয় গুণ। জ্ঞানই মানুষকে সৃষ্টির অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে। জ্ঞানের কারণেই মানুষ সবকিছুকে নিরীক্ষণ করতে পারে। ভালোমন্দ, ন্যায়-অন্যায় বিচারবোধের অধিকারী হতে পারে। প্রকৃত জ্ঞান বিবেকবোধের জাগরণ ঘটায়। মানুষকে সত্য, সুন্দর ও আলোকিত পথের নির্দেশ দেয়। জ্ঞানের আলোকে মানুষের জীবন বিকশিত হয়ে ওঠে। কিন্তু জ্ঞানের আলো মানুষের অন্তরে না পৌঁছাল তার মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটে না। কেননা, জ্ঞানহীন মানুষের মাঝে বিবেকবোধ কাজ করে না। ভালোমন্দের প্রভেদ সে বুঝতে পারে না বলে প্রায়ই কুপথে পরিচালিত হয়। জ্ঞানী ব্যক্তি কখনো খারাপ কাজে প্রবৃত্ত হতে পারে না। বিবেক তাকে খারাপ কাজ করতে বাধা দেয়। তাই মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব লাভের জন্য জ্ঞান অর্জনের বিকল্প নেই। জ্ঞানই মানুষকে পৃথিবীর অন্যান্য জীব থেকে আলাদা করেছে।
মন্তব্য: জ্ঞান আছে বলেই মানুষ সব প্রাণীর উপর প্রভুত্ব করছে। তাই জ্ঞান অর্জিত না হলে আধুনিক জীবনের সম্পূর্ণ স্বাদ উপভোগ করা অসম্ভব।