- প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। ভাবসম্প্রসারণ
- যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ, ভাবসম্প্রসারণ
- বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ভাবসম্প্রসারণ
মূলভাব: আজকের শিশুদের উপরই নির্ভর করছে আগামী দিনের দেশ ও জাতির সম্ভাবনা। প্রতিটি শিশুর অন্তরেই অনন্ত সম্ভাবনায় অন্তর্নিহিত রয়েছে জাতীয় নেতৃত্ব। তাই শিশুর যথোপযুক্ত বিকাশের উপর নির্ভর করে জাতির ভবিষ্যৎ।
সম্প্রসারিত ভাব: আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। এ শিশুই একদিন বড়ো হয়ে জাতীয় জীবনের বৃহত্তর দায়িত্ব পালন করবে। আজকের শিশুই আগামী দিনে জাতির ভার বহন করবে। প্রতিটি শিশুর ভিতরেই সেই স্পৃহা জাগিয়ে তোলার জন্য সবাইকে গুরত্বের সঙ্গে সচেতন হতে হবে। শিশু যদি অনুকূল আবহাওয়া ও পরিবেশ পায়, তবে সে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। শিশু আদর্শ নাগরিক হয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেবে, বিশ্বের দরবারে দেশ ও জাতির মর্যাদা বৃদ্ধি করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা ও সুযোগের অভাবে অনেক শিশুর ভবিষ্যৎই অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে, যা জাতির অগ্রগতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। আমরা যদি বিশ্বসভায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আজকের শিশুকে আগামী দিনের জাতির পিতা হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে সচেতনভাবে। প্রত্যেক শিশুর অন্তরের পিতাকে যথার্থই জাগিয়ে তুলতে হবে।
মন্তব্য: আজকে যে শিশু কালকে সেই হবে দেশ ও জাতির কর্ণধার। তাই বর্তমান শিশুর জীবন খুবই গুরুত্বপূর্ণ এবং সে গুরত্বের কথা চিন্তা করে শিশুদের যথাযোগ্য পরিচর্যা করতে হবে।