- ইটের পর ইট মাঝে মানুষ কীট, ভাবসম্প্রসারণ
- আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, ভাবসম্প্রসারণ
- বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ভাবসম্প্রসারণ
মূলভাব: পরের অমঙ্গল কখনোই চিন্তা করা উচিত নয়। এতে করে নিজেরই ক্ষতি হতে পারে।
সম্প্রসারিত ভাব: সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ সমাজে পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি, সহানুভূতি ও সুসম্পর্ক নিয়ে বসবাস করে। অন্যান্য জীবের সঙ্গে মানুষের পার্থক্য পরিস্ফুট হয় তার উত্তম গুণাবলি দিয়ে। একজন মানুষ শুধু নিজের জন্য পৃথিবীতে বেঁচে থাকে না তাকে তার চারপাশের মানুষ ও জগৎ নিয়েও ভাবতে হয়। যে মানুষ সর্বদা তাঁর চারপাশের মানুষ, সমাজ ও জগৎ নিয়ে ভাবেন তিনিই প্রকৃত মানুষ। তাই পরের অনিষ্ট চিন্তা করা কিংবা পরের অনিষ্ট করা আমাদের প্রত্যেকেরই অনুচিত। কেননা, যে পরের অনিষ্ট করবে, দুইদিন আগে হোক কিংবা দুদিন পরে হোক তার অনিষ্ট যে হবেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা পরের অনিষ্ট সাধন করে তারা মানুষের নিকট ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকে। পৃথিবীর সব ধর্মশাস্ত্রেই পরোপকারের প্রশস্তি কীর্তন করা হয়েছে এবং অনিষ্টকারীকে ধিক্কার দেওয়া হয়েছে। পরের অনিষ্টকারী সবসময়ই নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে বেঁচে থাকে, এবং তার অন্তর সর্বক্ষণই আত্মগ্লানিতে জর্জরিত থাকে। এক মুহূর্তের জন্যও তার জীবনে শান্তি ফিরে আসে না। তার এ অপকর্মের ফল সর্বদাই তাকে পীড়া দিতে থাকে। সুতরাং পরের অনিষ্ট করা উচিত নয় এবং সর্বদা এই কাজ থেকে বিরত থাকা উচিত।
মন্তব্য: আমাদের উচিত অপরের অমঙ্গল চিন্তা পরিহার করা এবং সবার মঙ্গলে একসঙ্গে কাজ করা।