আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, ভাবসম্প্রসারণ

মূলভাব: আত্মশক্তি হলো এমন মহৎ গুণ, যার জন্য মানুষ বিজয়ের মুকুট ছিনিয়ে আনতে পারে। প্রকৃত শিক্ষাই কেবল মানুষকে আত্মশক্তিতে বলীয়ান করে তুলতে পারে।

সম্প্রসারিত ভাব: শিক্ষাই পারে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে। মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ আছে, যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, তার বিকাশ ঘটানো হলো শিক্ষার উদ্দেশ্য। শিক্ষা মানুষের সুপ্ত গুণগুলোকে বিকশিত করে নিজেকে চিনতে সাহায্য করে। প্রকৃত শিক্ষা মানুষকে যতটা না জ্ঞান দেয়, তার চেয়েও বেশি দেয় সুপ্ত প্রতিভাকে চেনার ও বিকশিত করার সুযোগ। আর এসব সুকুমারবৃত্তি বিকশিত হওয়ার মাধ্যমেই একজন মানুষ প্রকৃত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকে। সব মানুষের মাঝেই আছে কিছু সুপ্ত প্রতিভা, পবিত্র চিন্তাভাবনা। শিক্ষার সংস্পর্শে এসেই সেসবের প্রকাশ ঘটে। এতে নিজের উপর আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হয়। মূলত একেই আত্মশক্তি অর্জন বলে। আত্মশক্তি অর্জনের মাধ্যমেই মানুষ আত্মনির্ভরশীল হয়। আর জাতিগতভাবে হয় উন্নত। উদাহরণস্বরূপ বলা যায়, উন্নত দেশগুলোর চেয়ে বাঙালিরা শিক্ষায় পিছিয়ে থাকার কারণেই আমাদের মধ্যে পরনির্ভরশীলতা বেশি। উন্নত দেশগুলোর মতো আমাদের দেশের মানুষের মাঝে সৃজনশীলতা থাকলেও প্রকৃত শিক্ষার অভাবে বা আত্মশক্তি অর্জনের অভাবে সৃজনশীলতা বিকশিত হতে পারে না। শিক্ষাই পারে আত্মশক্তি অর্জনের পথ দেখিয়ে আমাদের প্রতিষ্ঠিত করে তুলতে। তাই প্রকৃত শিক্ষা গ্রহণ করে আত্মশক্তি অর্জনে আমাদের সচেষ্ট হওয়া উচিত।

মন্তব্য: আত্মশক্তিসম্পন্ন ব্যক্তিই সমাজে প্রতিষ্ঠিত বা মর্যাদা লাভ করে। প্রকৃত শিক্ষাই তাদের আত্মশক্তি অর্জনের সহায়ক। তাই আমরা বলতে পারি, শিক্ষা ছাড়া আত্মশক্তি অর্জন সম্ভব নয়।

error: Content is protected !!