ধ্বনি কাকে বলে?

ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে।
সহজভাবে বলতে গেলে, আমরা যখন কথা বলি, তখন আমাদের মুখ থেকে যে আওয়াজ বের হয়, যার সাহায্যে মনের ভাব প্রকাশ করা যায়, সেটাই হলো ধ্বনি।

যেমন, ‘ক’, ‘খ’, ‘আ’, ‘ই’ – এগুলো সবই এক একটি ধ্বনি। এই ধ্বনিগুলো একত্রিত হয়ে শব্দ এবং বাক্য তৈরি করে।

error: Content is protected !!